নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার আমুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বাল্যবিবাহ প্রতিরোধে এক বিশেষ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। ব্র্যাক জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচী, ভূঞাপুর আয়োজিত এ অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন নিকরাইল রাণী দিনমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমান।প্রধান অতিথি ছিলেন অলোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রহিজ উদ্দিন আকন্দ।বিশেষ অতিথি ছিলেন আমুলা দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুস সালাম,বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম ও আব্দুল বাসেদ,ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মো. হাফিজুররহমান,শাখা ব্যবস্থাপক( শিক্ষা) জিয়াসমিন সুলতানা,ভূঞাপুর উপজেলা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম।
এটাও চেক করতে পারেন
ভূঞাপুরে মুনিয়া হত্যা মামলার আসামি স্বামী মুস্তাক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল ভূঞাপুরে জান্নাতুল ফেরদৌস মুনিয়া (৩১) হ”ত্যা” মামলার আসামি স্বামী মুস্তাককে (৪৭)গ্রেফতার …