ভূঞাপুরে ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

মো. নাসির উদ্দিন, ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৯ জানুয়ারি) বিদ্যালয়ে এ নির্বাচনের আয়োজন করা হয়। এতে বিনা প্রতিদন্ধিতায় সভাপতি হন অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আব্দুল খালেক মিঞা। সম্মানিত সদস্যরা হলেন ডাঃ আব্দুস ছাত্তার, আবুল কালাম আজাদ, আব্দুস সালাম, মকবুল হোসেন, কামরুন নাহার ও রিমা খান।ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধির নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এটিএম শামছুজ্জামান। এসময় প্রধান শিক্ষক কামরুল ইসলাম তালুকদার সেলিমসহ শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন ভূঞাপুর থানায় পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর জনতা ব্যাংক থেকে দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন …

Leave a Reply

Your email address will not be published.