লোকাল নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ভিন্ন আঙ্গিকে মহান স্বাধীনতা দিবস বৃহস্পতিবার (২৬ মার্চ) পালন করা হয়েছে।

সচরাচর নানা কর্মসূচির মাধ্যমে ঝাঁকঝমকপূর্ণ ভাবে মহান স্বাধীনতা দিবস পালন করা হয় । কিন্তু করোনাভাইরাসের কারণে সতর্কতার অংশ হিসেবে সরকার কর্তৃক জাতীয় দিবসসহ সকল সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ থাকায় অতি সংক্ষেপে শহীদদের স্মরণ ও জাতীয় পতাকা উত্তোলন করে ভিন্ন আঙ্গিকে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন, সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন, সাবেক সংসদ সদস্য শামছুল হক তালুকদার, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু , আলিফ নূর মিনি, থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, এম.এ মজিদ মিয়া,প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামাণিক প্রমুখ।