ভূঞাপুরে ভেজাল বিরোধী অভিযান ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৮ টি বেকারি ও একটি অয়েল মিলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দিনব্যাপি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন পারভীন ও সহকারি কমিশনার(ভূমি) মো.আসলাম হোসাইন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায় উপজেলার বেকারিগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্রসামগ্রী তৈরী করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বাগবাড়ি,গোবিন্দাসী,কষ্টাপাড়া,রুহুলী ও কয়েড়া গ্রামের ৮ টি বেকারিতে অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়া যায়। এসময় ওই ৮ টি বেকারিকে ১লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সন্ধ্যা ৬ টারদিকে পৌর এলাকার মদিনা অয়েল মিলে অভিযান চালিয়ে ৪৮ ড্রাম ক্রুড অয়েল মিশ্রিত ভেজাল সরিষার তেল জব্দ করে ফেলে দেওয়া হয়। এসময় মিল মালিক আব্বাস আলীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন বলেন, ভেজাল খাবার খেয়ে মানুষ প্রতিনিয়ত অসুস্থ্য হয়ে পড়ছে। ভূঞাপুরকে ভেজাল মুক্ত করার জন্যই আমাদের এ অভিযান।আর এ অভিযান অব্যাহত থাকবে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস …

Leave a Reply

Your email address will not be published.