ভূঞাপুরে ভ্যান চালক মিনুকে অবৈধভাবে পিটিয়ে আহত করায় বিচারের দাবিতে মানববন্ধন


লোকাল নিউজ ডেস্ক : কালিহাতী উপজেলার সয়া বাজারে ছেলেধরা সন্দেহে ভ্যান চালক মিনুকে অবৈধভাবে আহত করার প্রতিবাদে ও দোষিদের তদন্ত পূর্বক বিচারের দাবিতে মানববন্ধন করেছে আহত মিনুর গ্রামবাসি।
সোমবার(২২ জুলাই)দুপুরে এলাকাবাসির পক্ষে এ মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে উপস্থিত বক্তারা কালিহাতী উপজেলার সয়া বাজারে ছেলেধরা সন্দেহে ভ্যান চালক মিনু মিয়কে পিটিয়ে আহত করার তীব্র প্রতিবাদ এবং বিচারের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত বক্তারা


উল্লেখ্য রবিবার (২১ জুলাই)দুপুরে মাছধরা জাল কিনতে এসে কালিহাতী উপজেলার সয়া বাজারে ছেলেধরা সন্দেহে পাবলিকের গণপিটুনির শিকার হন ভ্যান চালক মিনু মিয়া (৩০)। সে ভূঞাপুর উপজেলার বন্যা কবলিত টেপিবাড়ি গ্রামের কোরবান আলীর ছেলে। রবিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতীর সয়া হাটে মাছধরা জাল কিনার সময় কথপো কথনের একপর্যায়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ভ্যান চালক মিনুকে প্রথমে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা শেখ হাসিনা মেডিক্যাল হাসপাতালে স্থান্নানন্তর করা হয়।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে মুনিয়া হত্যা মামলার আসামি স্বামী মুস্তাক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল ভূঞাপুরে জান্নাতুল ফেরদৌস মুনিয়া (৩১) হ”ত্যা” মামলার আসামি স্বামী মুস্তাককে (৪৭)গ্রেফতার …

Leave a Reply

Your email address will not be published.