লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভুঞাপুরে দুই মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারী) এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসলাম হোসাইন। দন্ডপ্রাপ্ত মাদকসেবীরা হলো উপজেলার বাহাদীপুর গ্রামের মৃতু গোলাম মোস্তফার ছেলে মাইনুল ইসলাম(৪০) ও গোপালপুর উপজেলার মির্জাপুর নুঠুরচর গ্রামের আব্দুস সালামের ছেলে আপন মিয়া(২৫)।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম জানান, ভুঞাপুর থানা এলাকায় অভিয়ান চালিয়ে গ্রেফতার করে মাদকসেবীদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এসময় মাইনুল হোসেন কে ৫ মাস, এবং আপন মিয়া কে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।