নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নলুয়া গ্রামে মশার কয়েল থেকে আগুন লেগে ঘরসহ ২ টি গরু ২টি ছাগল ভষ্মিভুত হয়েছে।

জানাযায়,শনিবার (১৩ মার্চ) রাত ২টায় নলুয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে আব্দুল মালেকের গরুর গোয়ালে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুর্হুতেই আগুন ঘরে ছড়িয়ে পড়লে ঘরে থাকা ২টি গরু, ২টি ছাগল পুড়ে যায়।ভূঞাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার একাব্বর হোসেন জানান,গত রাত ২টায় নলুয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে আব্দুল মালেকের গরুর গোয়ালে মশার কয়েল থেকে আগুন লাগে আমরা ঘটনা স্থলে পৌঁছানোর আগেইে ২টি গরু, ২টি ছাগল পুড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।