নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন ।বৃহস্পতিবার (১৩ ফেব্রুযারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয় ।

প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরিন পারভীনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম এডভোকেট, সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসলাম হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।