ভূঞাপুরে মাস্ক ছাড়া ভোট কেন্দ্রে যাওয়ার অপরাধে ২০০ টাকা জরিমানা

লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

তবে স্বাস্থ্য বিধি না মেনে মাস্কছাড়া মাঠে ঘুরাফেরা করায় বেলা পৌনে ১১ টার দিকে মোশারফ হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। তার বাড়ি আকালু গ্রামে।

কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আহসান মাহমুদ রাসেল এ জরিমানা করেন। তিনি জানান, মাস্ক ছাড়া কেন্দ্রে প্রবেশ করে ঘুরাঘুরি করায় ২০০ টাকা জরিমানা করা হয়েছে। ভোট কেন্দ্রে যাতে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে না পারে এ জন্য লোকজনকে সচেতন করা হচ্ছে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস …

Leave a Reply

Your email address will not be published.