নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৫ জেলেকে জেল ও জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল (১৪ অক্টোবর) রাতে যমুনা নদীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মো. আসলাম হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫ জেলে ও একটি মাছ ধরার নৌকা আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জেলেকে ৩ হাজার ৫শ টাকা করে জরিমানা অনাদায়ে এক বছরের জেল এবং ২ জেলেকে ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো, উপজেলার পুনঃর্বাসন এলাকার আঃ কাদেরের ছেলে মোস্তফা, আব্দুল আলীম ও মিন্টু, গফুর শেখের ছেলে সুরুজ্জামাল ও হাছেনের ছেলে সরোয়ার। এ সময় জেলেদের কাছ থেকে আটককৃত ৩ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
এটাও চেক করতে পারেন
ভূঞাপুরে বিলে মিলল বস্তাবন্দি মরদেহ
টাঙ্গাইলের ভূঞাপুরে বিল থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) …