নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে মা ও ছেলে’সহ নতুন করে আরো ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তরা হলো- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন, উপজেলার গোপীনাথপুর গ্রামের একই পরিবারের মা ও ছেলে এবং পৌর এলাকার বীরহাটি গ্রামের ১ জন।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহীউদ্দিন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলায় নতুন করে আরো ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৬ জনে। করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ৩২ জন এবং চিকিৎসাধীন রয়েছে ৫২ জন।