ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক: “মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের শক্তি” এই প্রত্যয় নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও “স্বাধীনদেশ” পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) বিকেলে ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের উদ্যোগে ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ ভূঞাপুরের সভাপতি ও সাবেক যুগ্ম সচিব শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ মাসুদুল হক মাসুদ।আলোচনায় অংশ নেন ৭১ এর কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বীরপ্রতীক, ৭১ এর কোম্পানি কমান্ডার ও লেখক বীর মুক্তিযোদ্ধা কে.এম. আবদুস সালাম, ৭১ এর কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙাল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সংসদ আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোঃ জহুরুল ইসলাম ডিপটি, মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মামুন তরফদার, ৭১ এর সহকারী কোম্পানি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন- ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক মোঃ শাহজাহান মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন- ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সাহিত্য সম্পাদক জেড আই মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন- ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের আইন সম্পাদক এ্যাডভোকেট মোঃ জাহিদ শামস (হুমায়ুন)।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস …

Leave a Reply

Your email address will not be published.