লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা কৃষকলীগের উদ্যোগে মুজিব জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই)দুপুরে ভূঞাপুর পৌর এলাকার বিভিন্ন খালি জায়গায় রাস্তার পাশে, মাঠে, উপজেলা চত্বরে, প্রেসক্লাবের সামনে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ ও ওষধী গাছ রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি মো. হযরত আলী, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, পৌর কাউন্সিলর আব্দুস ছাত্তার, অলোয়া ইউনিয়নের সভাপতি বেলাল হোসেন, গোবিন্দাসীর ইউনিয়নের সভাপতি আল মামুন লেবু প্রমুখ।