নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে মেধাবী, গরীব ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। । উপজলো পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরষিদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম।

বুধবার (৯ নভম্বের ) সকাল ১১ টায় উপজেলা পরিষদের র্অথায়নে পরিষদ কার্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ হয় ।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান।এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বাবু, আলিফ নূর মিনি, উপজেলা কৃষি র্কমর্কতা কৃষিবিদ ড. হুমায়ন কবীব।
শিক্ষা উপকরণের মধ্যে ছিলো স্কুল ব্যাগ,টিফিন বক্স,খাতা, কলম , পেনসিল । এসব উপকরণ পেয়ে তারা আনন্দে উৎফলিত হয়ে উঠে। অনুষ্ঠান মেধাবী, গরীব ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয়। ভূঞাপুরের ২৪ টি স্কুল কলেজ ও মাদ্রাসার ১ শত ২৪ জন ছাত্র-ছাত্রীদের হাতে এ শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয় ।