ভূঞাপুরে মৌমাছির কামড়ে নিহত-১ আহত-৪

নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে মৌমাছির কামড়ে শাহাদাত (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন।শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার মাদারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত মাদারিয়া গ্রামের মৃত কালু সরকারের ছেলে। আহতরা হলেন একই এলাকার মৃত কালু সরকারের ছেলে ফিরোজ (৬০) শাহাদতের স্ত্রী সেলিনা (৩৫) হাবিবুর রহমানের ছেলে আজাদ (৪০) ও আব্দুর রাজজাক (৬৫) । নিহত শাহাদাত ভ্যান চালিয়ে নিজ বাড়ী মাদারিয়া ফিরছিলেন। তিনি বাড়ী কাছে পৌছালে ঝোঁপ থেকে এক ঝাঁক মৌমাছির তাকে হঠাৎ আক্রমন করে। তার ডাক চিৎকারে বাড়ির লোকজন বাহির হয়ে এলে তাদেরকেও মৌমাছি কামড়াতে থাকে । পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে । স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎস্যারত অবস্থায় শাহাদাত মৃত্যুবরণ করে। এদের মধ্যে ফিরোজ ও সেলিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বাকী দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ নিশাত সুলতানা জানান, দুপুরের দিকে মৌমাছির কামড়ে আক্রান্ত ৫ জন জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসেন এদের মধ্যে এক জন এখানে আসার আগেই মারা যান । বাকী ৪ জনের মধ্যে ২ জনকে ভর্তি করানো হয় আর বাকী ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

জামায়াতের আর্থিক সহায়তা পেলো ভূঞাপুরের শহিদ পলাশের পরিবার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *