ভূঞাপুরে যমুনার চরাঞ্চলে “ডোংগা” দিয়ে হচ্ছে বোরো চাষ


লোকাল নিউজ ডেস্ক :টাঙ্গাইলের ভূঞাপুের জেগে উঠা যমুনার বালুচরে “ডোংগা” দিয়ে বোরো চাষ করছে চরাঞ্চলের চাষীরা। এক সময় যে যমুনায় খড় ¯্রােতের কারনে নদী পারাপারেই হিমসমি খেত স্থানীয় জনগন। এখন সেখানে প্রায় পানী শুন্য, জেগে উঠা চর গুলোতে চাষাবাদ করছে যমুনার চরাঞ্চলের চাষীরা। চলতি মৌসুমে চাষ হচ্ছে ভূট্রা, বিষাক্ত তামাক, মুশুড়ি,মাষ,খেশাড়ি,চিনা বাদামসহ নানা রকম ফসল। শত শত একর জমিতে শোভা পাচ্ছে বোরো ধানের চাষ। তবে ডিজিটাল এ সময়েও চাষ উপকরনে পরিবর্তন আসেনি চরাঞ্চলের চাষীদের। এখনও তারা বোরো চাষ করছে মান্দাতা আমলের সেই “ডোংগা” দিয়ে। উপজেলার গাবসারা ইউনিয়নের ছোট নলছিয়া পাড়া গ্রাামের শুকুর আলীর বোরো জমিতে সেচ দেবার কোন আধুনিক যন্ত্র না থাকায় পুরোনো আমলের সেই কাঠ আর বাঁশ দিয়ে “ডোংগা” বানিয়ে সেড়ে নিচ্ছেন সেচের কাজ। আজ থেকে ২০ বছর আগেও যমুনার তীব্রতা ছিল ভয়াবহ। তখন কেউ চিন্তাও করতে পারেনি যমুনার বুকে এক সময় চাষাবাদ হবে। কিন্তু যমুনা নদীতে “বঙ্গবন্ধু সেতু” স্থাপিত হওয়ার পর থেকে এর তীব্রতা কমতে থাকে। এখন তীব্রতা হারাচ্ছে যমুনা। যমুনার বুক এখন নানা রকম ফসলে ভরা। যমুনার হারানো গৌরব ফেরাতে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুর অঞ্চল কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে “ভূঞাপুর অঞ্চল কিন্ডার গার্টেন” বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sahifa Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.