ভূঞাপু‌রে যমুনা নদী থে‌কে অ‌বৈধভা‌বে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাই‌লের ভূঞাপু‌রে যমুনা নদী থে‌কে অ‌বৈধভা‌বে বালু উ‌ত্তোল‌নের দা‌য়ে পাঁচ জন‌কে এক সপ্তাহ বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ অ‌ক্টোবর) সকা‌লে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজি‌স্ট্রেট মোছা: ইশরাত জাহান।

দণ্ডপ্রাপ্তরা হ‌লেন, নারায়নগ‌ঞ্জ সি‌টির দেবর (নাগবা‌ড়ির) গ্রামের মৃত ইউসুফ ব‌্যাপারীর ছে‌লে রাজ্জাক বেপারী, ভুঞাপুর উপ‌জেলার গোবিন্দাসী ইউ‌নিয়‌নের ভালকু‌টিয়ার আনছার আলী মন্ড‌লের ছে‌লে রমজা মন্ডল, একই গ্রা‌মের মৃত শুকুর আলী শে‌খের ছে‌লে রাজ্জাক শেখ, কি‌শোরগঞ্জ জেলার হো‌সেনপুর থানার চরকা‌টিহা‌ড়ি গ্রা‌মের মৃত বাচ্চু ফ‌কি‌রের ছে‌লে রিফাত ফ‌কির ও একই গ্রা‌মের সুলতান মিয়ার ছে‌লে মাসুদ মিয়া।র‌বিবার (১৬ অ‌ক্টোবর) রা‌তে উপ‌জেলার গো‌বিন্দাসী এলাকার যমুনা নদী থে‌কে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তা‌দের আটক করে ভূঞাপুর থানা পুলিশ। আটককালে বালু উ‌ত্তোলনের কা‌জের বলগেট ও ড্রেজার মে‌শিন জব্দ করা হয়।এ বিষয়ে উপ‌জেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজি‌স্ট্রেট মোছা: ইশরাত জাহান ব‌লেন, যমুনা নদী থে‌কে অ‌বৈধভা‌বে বালু উ‌ত্তোলনের অপরাধে পাঁচজনকে আটক ক‌রে থানা পুলিশ। পরে প্রত্যেক‌কে ৭ দিন ক‌রে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অবৈধভাবে বালু উ‌ত্তোলন ব‌ন্ধে অ‌ভিযান অব্যাহত থাক‌বে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস …

Leave a Reply

Your email address will not be published.