নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।রবিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার খানুবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৫) ও রঞ্জিত পালের ছেলে লিখন পাল (১১)।
জানা যায়, দুই চাচাতো ভাই ও অন্যান্য ৫/৬ জন শিশু মিলে যমুনা নদীতে গোসল করতে যায়। জল কেলতে কেলতে সুজয় পাল পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করতে যায় তার চাচাতো ভাই লিখন পাল। সুজয়কে উদ্ধারের একপর্যায়ে তারা একে অপরকে জড়িয়ে ধরলে উভয়ই পানিতে ডুবে যায়। সহপাঠিদের ডাক চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। সুজয় পাল গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ও লিখন পাল ষষ্ঠ শ্রেণির ছাত্র।এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।