খুঁজুন
বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভূঞাপুরে যমুনা নদীতে পানি বৃদ্ধি, তীব্র ভাঙনে হুমকির মূখে প্রাথমিক বিদ্যালয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৩:০২ অপরাহ্ণ
ভূঞাপুরে যমুনা নদীতে পানি বৃদ্ধি, তীব্র ভাঙনে হুমকির মূখে প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক ঃ অসময়ে অস্বাভাবিকভাবে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে । নদীতে বইছে প্রবল স্রোত ভাঙ্গছে যমুনা নদীর দুই কুল। নদীর গর্ভে বিলিন হচ্ছে ঘরবাড়ী , স্কুল, মাদ্রাসা । দিশেহারা ক্ষতিগ্রস্থ্য পরিবার । তলিয়ে গেছে ভূট্রা,বাদাম, কার্তিক কলাই, মরিচ টাল, মুলা, শাক সবজীসহ অন্যান্য সদ্য বীজ তলা ফসলী জমি।ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ্য হচ্ছে চরাঞ্চলের কৃষকরা।

গত কয়েকদিনে উজান থেকে নেমে আসা যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিকভাবে। এই পানি বৃদ্ধির কারণে উপজেলার অর্জুনা ইউনিয়নের চরশুশুয়া, রামাইল, বাসুদেবকোল গোবিন্দাসী ইউনিয়নের যমুনার পূর্ব পাড়ের চিতুলিয়া পাড়া, খানুরবাড়ী, গাবসারা ইউনিয়নের জুংগীপুর, রুলীপাড়া,কালিপুর,ভদ্রশিমুল,রেহাই গাবসারা, নিকলা পাড়া এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন। অর্জুনা ইউনিয়নের,শুশুয়া,বোরার বয়ড়া,রামাইলও দেখা দিয়েছে একই রকম নদী ভাঙন। ইতোমধ্যে কয়েক দিনের ভাঙনে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে অর্ধশতাধিক বসতভিটা। বাসুদেবকোল ফকির মঈন উদ্দিন উচ্চ বিদ্যালয় ও ভদ্র শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় যমুনার তীব্র ভাঙনে হুমকির মধ্যে রয়েছে।এদিকে চলতি বছরে বন্যায় প্রথম ধাপে বেশ কয়েকটি বসতভিটা বিলীন হয়ে যায়। সে সময় নিজেদের বসতভিটা রক্ষার জন্য নিজ উদ্যোগে প্লাস্টিকের বস্তা ফেলেছে স্থানীয়রা। পানি কমে গেলে নদীর ভাঙন কিছুটা কমে আসে। সে সময় তারা জেলা পানি উন্নয়ন বোর্ডের কাছে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার দাবি জানান কিন্ত পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে তেমন কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় আবার নতুন করে ভাঙন দেখা দিয়েছে এলাকাগুলোতে। এদিকে কার্তিক মাসে ( অক্টোবর মাঝামাঝি) এ অসময়ে ৫ দফার নতুন করে বন্যায় উপজেলার বিভিন্ন এলাকায় ভাঙন ও তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছে এসব এলাকার কৃষকরা।হুমকির মূখে পড়েছে বসতবাড়ীসহ কয়েকটি মসজিদ , স্কুল, মাদ্রাসা ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার অর্জুনা ইউনিয়নের বাসুদেবকোল,এলাকা অংশে ব্যপকভাবে যমুনা ভাঙনের কবলে পড়ে অর্ধশত বসতবাড়ী, ৭ টি মসজিদ,১ কওমী মাদ্রাসা, ২ টি বাজার নদীর গর্ভে বিলীন হয়ে গেছে । হুমকীর মুখে রয়েছে বাসুদেবকোল ফকির মঈন উদ্দিন উচ্চ বিদ্যালয়, বাসুদেবকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাঙ্গন কবলিত এলাকার মোঃ ছাকমান বলেন, এবছর বর্ষা মৌসুমে আমার বসতবাড়ী কোন ক্ষতি না হলেও এই অসময়ে বন্যায় আমার বসতবাড়ী সম্পন্ন নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। বাড়ী-ঘর অন্য জায়গায় সরানো এ সময় খুব কঠিন কাজ। তারপরেও আর্থীক অনটনের মধ্যে কোনোমতে ঘরগুলো ভেঙ্গে নিয়ে অন্যের জায়গার রেখেছি। বাসুদেবকুল এলাকার চান মিয়া বলেন,অসময়ের বন্যার আমার জমির ফসল শেষ করে গেল। এলাকার ঘর-বাড়ী যমুনা নদীতে বিলীন হয়ে গেল, এখন পরিবার পরিজন নিয়ে কোথায় থাকবে । এদের মতো যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে একই এলাকার বাবলু, শুকুর আলী,আলী আকবরসহ আরো অনেকেই বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। তাদের অভিযোগ প্রশাসন যদি নদী ভাঙ্গন এলাকায় ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিত তাহলে আমাদের এত বড় ক্ষতি হতো না। বাসুদেবকোল ইসলামিয়া দারুল সুন্নাহ কওমি মাদ্রাসার মোহতামিম জাকেরুল ইসলাম বলেন, মাদ্রাসায় প্রায় ৩ শত ছাত্র-ছাত্রী রয়েছে। মাদ্রাসাটি নদীর গর্ভে বিলিন হয়ে গেল। মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের পড়া লেখার চরম ক্ষতির মধ্যে পড়ে গেল তারা। প্রতিষ্ঠানটি পূনরায় স্থানানন্তরের নিজস্ব জায়গা না থানায় হতাশার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটি। অর্জুনা ইউনিয়ন পরিষদের সদস্য (৮ নং ওয়ার্ড ) মোঃ দোলোয়ার হোসেন দিলসাদ জানান এ অসময়ের বন্যার এলাকায় ব্যপক ক্ষতির সম্মুখিত হয়েছে আমার ৮ নং ওয়ার্ডের জনগন। এ এলাকায় ২টি ব্রিজ ১০/১২ টি পরিবারের ঘর-বাড়ী,৭টি মসজিদ, ১ টি কওমি মাদ্রাসা সম্পূর্ন নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়টি হুমকির মূখে রয়েছে।

গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহআলম শাপলা জানান, তার এলকায় এ সময় ব্যপক নদী ভাঙন হচ্ছে । থেমে নেই নদী ভাঙন,প্রতিদিন কোন না কোন বাড়ী নদীর গর্ভে বিলীন হচ্ছে । বর্ষা মৌসুমে ৯৪ পরিবার আর এ সময় ৩০টি পরিবারের ঘর-বাড়ী সম্পূন্ন নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ভূট্রা,বাদাম, কার্তিক কলাই, মরিচ টাল, মুলা, শাক সবজীসহ,২ হাজার একর জমির রবিশস্য বিনষ্ট হয়েছে।তিনি আরো জানান প্রশাসনের কাছে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা দেওয়া হয়েছে কিন্তু এখনও আর্থিক কোন সহযোগিতা পাওয়া যায়নি।

অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দিদারুল আলম মাহবুব জানান, তার এলকায় এ সময় নদী ভাঙনে ও ফসলের ব্যপক ক্ষতি হওয়ায় চর এলাকার মানুষ দিশে হারা । থেমে নেই নদী ভাঙন,প্রতিদিনই নতুন কওে ঘর-বাড়ী নদী গর্ভে বিলীন হচ্ছে । বর্ষা মৌসুমে ৩ শত পরিবার আর এ সময় অর্ধশত পরিবারের ঘর-বাড়ী সম্পূন্ন নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। কয়েক হাজার একর ফসলী জমি বন্যার পানিতে তলিয়ে বিনষ্ট হয়ে গেছে। তিনি দ্রæত বন্যায় ক্ষতিগ্রস্থ চর এলাকার মানুষের আর্থীক সহযোগীতার জন্য প্রধান মন্ত্রীর কাছে দাবী জানান ।

জেলা পানি উন্নয়ন বোডের্র (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন জানান, বৈশিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে অসময়ে বন্যা দেখা দিয়েছে। বৈশিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে সারা বিশ্বে পড়েছে। যার কারণে সময় -অসময় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে দেশ।তবে আমরা টাঙ্গাইলের ভুঞাপুরে অর্জুনা ও গাবসারা ইউনিয়নের চর এলাকায় পরিদর্শন করে পদক্ষেপ নিব।

ধলেশ্বরী হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা পেল শত শত মানুষ!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৭:২৬ অপরাহ্ণ
   
ধলেশ্বরী হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা পেল শত শত মানুষ!

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বেসরকারি প্রতিষ্ঠান ধলেশ্বরী হাসপাতালে চিকিৎসা সেবা পেল শত শত মানুষ।

একদিনের এ চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষায় ছাড় পেয়েছে ৪০%। ক্ষুদ্র অর্পন ফাউন্ডেশনের কর্মীদের সহযোগিতায় চিকিৎসা সেবা কার্যক্রম আরো প্রাণবন্ত হয়ে উঠে।বুধবার (৯ অক্টোবর) সকাল ৯ টা এ চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।এতে প্রায় পাচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।সেবাগ্রহীতা বিলকিস, মরিয়ম, সাত্তার সহ অনেকেই জানান ,ধলেশ্বরী হাসপাতাল কর্তৃপক্ষ শহর এলাকায় মাইকিং করেছে। বিনামূল্যে চিকিৎসা প্রদান কার্যক্রমে আমরা অভিজ্ঞ ডাক্তারদের চিকিৎসা নিতে পেরেছি। ডাক্তাররা আমাদেরকে যথাযথ সময় দিয়ে আমাদের রোগের কথা জেনে পরামর্শ দিয়েছেন। আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্ট।মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদানকারী চিকিৎসকরা হলেন- ধলেশ্বরী হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জেনারেল সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার এ কে এম আব্দুল হামিদ, শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোঃ রুহুল বারী, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা: সিনথিয়া আলী জুঁই, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা: ফাহাদ বিন জামান,ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মিশু ও কুমুদিনী মহিলা মেডিকেল হাসপাতালের রেজিস্ট্রার ডা: কে জে মুরাদ।এ বিষয়ে ধলেশ্বরী হাসপাতালের পরিচালক ব্যারিস্টার হাসনাত জামিল বলেন, ধলেশ্বরী হাসপাতালে ফ্রি চিকিৎসা নতুন নয়। আমরা প্রায়ই এ ধরনের ফ্রি চিকিৎসা সেবা করে থাকি। কিছু পরিমাণ ঔষধও বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে। এছাড়াও বছর ব্যাপি যেকোন পরীক্ষা-নিরীক্ষায় শতকরা ২০% ছাড় সহ বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের জন্য বিশেষ সেবা পরিচালিত হয়। সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে চিকিৎসা সেবায় আমরা ২৪ ঘন্টাই সাধারণ মানুষের পাশে আছে ধলেশ্বরী হাসপাতাল।
আজকে কতটুকু সেবা দিতে পেরেছি জানি না, তবে মানুষকে বিনামূল্যে সেবা দিতে পেরে আমার নিজের কাছেও অনেক ভালো লেগেছে। মানুষের ভালোবাসা অর্জনের চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারেনা বলে আমি বিশ্বাস করি। তাই মানুষের সন্তুষ্টি ও ভালোবাসা অর্জনে আমাদের এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।উল্লেখ্য, বিনামূল্যে চিকিৎসা নিতে টাঙ্গাইলের পৌর শহর ও বিভিন্ন উপজেলা থেকে প্রায় পাচ শতাধিক রোগী এই মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসেন।

ভূঞাপুরে চাঞ্চল্যকর মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ২:০৪ অপরাহ্ণ
   
ভূঞাপুরে চাঞ্চল্যকর মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ  মিছিল ও মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলের  ভূঞাপুরে মুসলিম নামের এক যুবক কে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার(৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার মাটিকাটা বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নিহতের পরিবারের সদস্য সহ এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেয়।এ সময় বক্তব্য রাখেন নিহতের মা, ছোট ভাই এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।বক্তারা বলেন গত ৪ অক্টোবর মুসলিমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আসামিদের গ্রেফতার করা হয় নি।খুনিরা বীর দর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং এলাকাবাসী তাদের বিরুদ্ধে আইনানুক ব্যাবস্থা নিলে তাদেরকেও কুপিয়ে যখম করবে বলে হুমকি দিচ্ছে।এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।এ সময় তারা ভূঞাপুর টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।বিক্ষুব্ধ জনতা দোষীদের গ্রেফতারের দাবীতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়।এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি আসামীদের গ্রেফতার না করে তাহলে উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ ব্যাবস্থা অচল করতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তারা অবস্থান করবে এবং তাদের এই কর্মসূচি চলমান থাকবে।এদিকে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করায় দীর্ঘ ১২ কি.মি.রাস্তায় যানজটের সৃষ্টি হয়।পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনা স্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা বিনতে আখতার নিহতের খুনিদের অবিলম্বে গ্রেফতার করার আশ্বাস দেন। অতপর বিক্ষুব্ধ জনতা মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করে।ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন,আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন।আসামীদের অতি দ্রুতই গ্রেফতার করা হবে।আমাদের অভিযান চলমান। আমরা সর্বদা আপনাদের পাশে আছি।আপনারা ধৈর্য্য ধারন করুন এবং আমাদের সহযোগিতা করুন।উল্লেখ্য গত ৪ অক্টোবর মাটিকাটা বাজারে জুয়া খেলাকে কেন্দ্র করে একটি শালিসি বৈঠক বসা হয়।অনলাইন জুয়া সম্পর্কে এলাকার মাতাব্বরদের ধারনা কম থাকায় মুসলিম নামের যুবক তাদের বুঝিয়ে দিতেই হত্যাকারিরা মুসলিমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

ভূঞাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি নেতা টুকুর মতবিনিময়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৯:১৭ অপরাহ্ণ
   
ভূঞাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি নেতা টুকুর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

রবিবার(৬অক্টোবর) সন্ধায় ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক মামুন সরকার,ফরমান শেখ,রফিকুল ইসলাম রবি,জুলিয়া পারভেজ,আলিম আকন্দ,পৌর বিএনপির সাধারন সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস,পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিমুজ্জামান সেলু,উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক,।
এ সময় উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি,শাহ- আলম প্রামাণিক, সহ সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু,ইব্রাহীম ভূইয়া,আব্দুল লতিফ তালুকদার,মুহাইমিনুল ইসলাম হৃদয়,কোরবান আলী তালুকদার,শফিউর রহমান,মাহমুদুল হাসান,আব্দুর রশিদ তালুকদার,নাসির উদ্দীন এবং আব্দুর রশিদ( মেম্বার)।
সমাপনি বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,জাতীয়তাবাদী দল বিএন পি সব সময়ই সাংবাদিক বান্ধব।আপনারা ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক সংবাদই প্রকাশ করতে পারেন নি।আপনারা স্বাধীনভাবে পেশাগত কাজ করবেন আমরা সবসময়ই আপনাদের পাশে থাকবো।