নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন পৌর বিএনপি’র সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, সিনিয়র সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক আব্দুল আলীম চকদার, সদস্য সচিব অর্ণিবান আমির দুঃখ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের আহবায়ক রাশিদুল ইসলাম তালুকদার সেলিম। উল্লেখ্য, যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা যুবদল মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়।