
নিজস্ব প্রতিবেদকঃ ঈদকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে ছাত্রদল ও যুবদল ঈদ সামগ্রী বিতরণ করেছে ।
শুক্রবার (২২ মে) সকালে ভূঞাপুর থানা ছাত্রদল ঘাটান্দি ইবতি প্রেস থেকে ১২০ জন দুস্থ্য কর্মীদের মাঝে ও বিকেলে যুবদল পৌর সভার সামনে থেকে ২৬০ জন কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে চিনি, শেমাই, দুধ, সাবান বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তাফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস উদ্দিন, ছাত্রদলের সভাপতি রাজিব হোসেন কফিল প্রমুখ।