ভূঞাপুরে যৌতুক,বাল্য বিয়ে ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা

মামুন সরকার, ভূঞাপুর প্রতিনিধিঃ “বাল্য বয়সে বিয়ে নয়, যৌতুক চাইলে সম্ভব নয়, মাদকমুক্ত যেন সমাজ হয়” এই স্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুরে বাল্য বিবাহ, যৌতুক ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে স্বেচ্ছাসেবী প্রতিভা ছাত্র সংগঠনের আয়োজনে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ১৮শ শিক্ষার্থী এই লাল কার্ড প্রদর্শন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা, প্রতিভা ছাত্র সংগঠনের উপদেষ্টা ছারোয়ার হোসেন লাবলু, প্রতিভা ছাত্র সংগঠনের সভাপতি মো. জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে আলোচকগণ বাল্য বিয়ে, যৌতুক, ইভটিজিং ও মাদকের কুফল বিষয়ে আলোচনা করেন। আলোচনা শেষে শিক্ষার্থীরা শপথের মাধ্যমে এসব বিষয়কে লাল কার্ড দেখান। পরে বিদ্যালয় প্রাঙ্গণে ঔষুধি গাছ রোপন করেন।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে বিলে মিলল বস্তাবন্দি মরদেহ

টাঙ্গাইলের ভূঞাপুরে বিল থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) …

Leave a Reply

Your email address will not be published.