ভূঞাপুরে রাত গভীর হলেই তৈরি হচ্ছে নকল জর্দা
নিজস্ব প্রতিবেদক: ভেজাল ও নকল জর্দা তৈরি ও বাজারজাত করণের রমরমা ব্যবসা চলছে টাঙ্গাইলের ভূঞাপুরে। এমনিতে ভূঞাপুরে খাদ্য , প্রসাধনী ও নিত্য প্রয়োজনীয় পণ্যের নকল ও ভেজাল কোনভাবে নিয়ন্ত্রন করা হচ্ছেনা।
মাঝে মাঝে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা ও জরিমনা করলেও কোনভাবেই বন্ধ করা যাচ্ছেনা নকল বা ভেজাল তৈরির কারখানা। ভেজাল ও হুবহু নকল ব্যবসার প্রসার টাঙ্গাইলের ভূঞাপুরের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ছে। স্থানীয় প্রশাসনকে ফাঁকি দিয়ে বা কোন রকমে ম্যানেজ করে তারা ্এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে করে ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রকৃত উৎপাদনকারী প্রতিষ্ঠান। সেই সাথে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকা
সরেজমিনে এরকম একটি নকল জর্দার কারখানার সন্ধান পাওয়া গেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের যমুনার বেড়িবাধ সংলগ্ন কুকাদাইর গ্রামে। এ গ্রামের একটি বাড়িতে গিয়ে দেখা যায় , দেশের নামকরা রতন জর্দার পণ্যের নাম দিয়ে কারখানায় দেদারছে তৈরি করা হচ্ছে নকল জর্দা। তামাক পাতার সঙ্গে ক্যামিক্যাল মিশ্রিত সুগন্ধি দিয়ে জর্দা তৈরি করা হচ্ছে। নোংরা পরিবেশে তৈরি করা জর্দা সেখান থেকে বিক্রি হচ্ছে ভূঞাপুর উপজেলার বিভিন্ন মুদির দোকান, পানের দোকান ও হাটবাজারেগুলোতে । দেশের স্বনামধন্য রতন ব্র্যান্ডের সাথে হুবহু মিল রেখে হাজার হাজার কৌটা জর্দা তৈরি ও বিক্রি করা হচ্ছে ওই বাড়ি থেকে। নকল ওই জর্দা তৈরির মালিক মোহাম্মদ নিজে ও তার পরিবারের সদস্যদের নিয়ে নকল জর্দা তৈরি করছেন। দিনের বেলায় কারখানা বন্ধ রাখেন রাত ১০ টার পর থেকে নকল জর্দা তৈরি করেন । সেই সময় বাড়ীর দুই দিকে প্রবেশের দুইটি গেটে তালা দিয়ে রাখা হয়। বাড়ীর বাহিরে দুই-একজন পাহাড়াদার রাখে। অপরিচিত লোকজনের উপস্থিতি টের পাইলে খুবদ্রæত খাটের নিচে লুকিয়ে রাখে নরক জর্দা তৈরির কাঁচামাল। ওই বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা যায় মোহাম্মদ , তার দুই ছেলে ও স্ত্রীকে নকল জর্দা তৈরির কাজ করতে। সাংবাদিক পরিচয় জানার পর তালা খুলে ভিতরে নিযে বিভিন্ন বিষয়ে তর্ক জুড়ে দেন। জর্দা তৈরির বৈধ কাগজপত্র আছে কিনা জানতে চাইলে মোহাম্মদ বলেন আপনারা তো প্রশাসনের কেউনা,রাত করে কেন আসলেন, কে পাঠালো আপনাদেরকে, এরকম উল্টো নানা প্রশ্ন । তবে এলাকা বাসী জানান মোহাম্মদ গোবিন্দাসীর ভালকুটিয়ার মটর বিড়ির শ্রমিক হিসাবে বেশ কিছু দিন কাজ করছেন। সেখান থেকে সে নকল জর্দার ফ্যাক্টরি খোলেন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন জানান ভুঞাপুরে নকল জর্দা তৈরি হচ্ছে এমন তথ্য আমি জানতে পেরেছি। খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে
আপনার মতামত লিখুন