ভূঞাপুরে শহীদ জিয়ার ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যয় টাঙ্গাইলের ভূঞাপুরেও শহীদ জিয়ার ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

এতে ছিল গণভোজ, দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা। দুপুরে স্থানীয় শহীদ জিয়া মহিলা কলেজে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়র এডভোকেট আব্দুল খালেক মন্ডল, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সদস্য সচিব মো. খাইরুল ইসলাম খানসহ উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও ওলামাদলের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে উপজেলার সকল ইউনিয়নে গণভোজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন ভূঞাপুর থানায় পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর জনতা ব্যাংক থেকে দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন …

Leave a Reply

Your email address will not be published.