লোকাল নিউজ ডেস্ক :
বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টে ১০ ভাগ কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি, ভূঞাপুর উপজেলা শাখা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় প্রায় ৪শতাধিক শিক্ষক-কর্মচারী। শিক্ষকদের দাবীর পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি, ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহী উদ্দিন,সাধারণ সম্পাদক কাজী জহুরুল ইসলাম, সহ সভাপতি আব্দুস সামাদ মোল্লা ও শিক্ষকনেতা মো: আসাদুজ্জামান। পরে উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

একটি মন্তব্য
Pingback: ভূঞাপুরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের স্মরণ সভা ও দোয়া মাহফিল ভুঞাপুর লোকাল নিউজ