নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে শিক্ষার্থীদের প্রোফইল ডেটাবেইজ তৈরী এবং নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৭ জুন) দুপুরে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় ল্যাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শাহিনুল ইসলাম। এসময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ৩০ জন শিক্ষক-শিক্ষিকা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।