নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকীতে যবুঋনের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ আগষ্ট)উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে সকাল সারে ১০ টায় ৪৭ তম শাহাদৎ বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া মাহফিল, যবুঋনের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইসরাত জাহান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকীতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর মাছ চাষ, গরু মোটা তাজাকরণ, কমপিউটার প্রশিক্ষনসহ যুব সম্প্রদায়কে কর্মমুখী ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩২ জন উদ্যোক্তার মাঝে ১৪ লক্ষ ৫০ হাজার টাকার যবুঋনের চেক বিতরণ করা হয় । পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু কিশোরদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস আক্তার, উপজেলা ভূমি কর্মকর্তা ( এসিল্যান্ড) অমিত দত্ত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বাবু, আলিফ নূর মিনি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধাণ সম্পাদক মিনহাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম,আওয়ামীলীগ নেতা সৈয়দ মাসুদুল হক টুকু,ইউনিয়ন পরিষদের চেয়ারমান মোঃ সাইদুল ইসলাম তালুকদার দুদু, মোঃ দিদারুল আলম মাহবুব, মোঃ রফিকুল ইসলাম, মোঃ দুলাল হোসেন চকদার, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহআলম প্রামানিক,সহ ,ছাত্রলীগ,যুবলীগ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন ও স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।