নিজস্ব প্রতিবেদক: শীতের আগাম সবজি বাজারে আসলেও টাঙ্গাইলের ভূঞাপুরে লাগামহীন ভাবে বাড়ছে সবজির দাম।আর এ জন্য দিশেহারা হয়ে পড়েছে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ।

৬০-৭০ টাকা কেজি দরের নিচে মিলছে না কোনো সবজি। উপজেলার পৌর শহর থেকে গ্রাম পর্যায়ের সব হাট বাজারগুলোতে এমনই চিত্র দেখা গেছে। সরকারের বেঁধে দেয়া আলুর দাম ৩৫ টাকার জায়গায় ৫০ টাকা কেজি দরে বিক্রি করছে অসৎ ব্যবসায়ীরা। এ ছাড়াও অন্যান্য সবজির দাম লাগামহীন।রোববার (২ নভেম্বর) উপজেলার গোবিন্দাসী হাটে সরেজমিনে দেখা যায়, বেগুন,৬০ টাকা, পটল, মুলা, মিষ্টি কুমড়া,লাল শাক ৫০ টাকা কেজি, করলা, কপি ৮০ টাকা কেজি এবং প্রতি পিস লাউবিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।