কোরবান আলী তালুকদার, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে “সময়ের আলো” পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (০২ মার্চ) বিকেলে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন সময়ের আলো পত্রিকার ভূঞাপুর প্রতিনিধি আরিফুজ্জামান তপু। অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গীস বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইশরাত জাহান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আলাউল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান খাঁন, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাবেক সহ-সভাপতি আখতার হোসেন খাঁন, যুগ্ন সম্পাদক জুলিয়া পারভেজ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ইব্রাহীম ভূঁইয়া, আব্দুল লতিফ তালুকদার, মামুন সরকার, কোরবান আলী তালুকদার, ফরমান শেখ, মোঃ নাসির উদ্দিন, মাহমুদুল হাসান, মুহাইমিনুল ইসলাম হৃদয়, শফিউর রহমান প্রমুখ।