ভূঞাপুরে সাংবাদিককে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

মাহবুব সা্ঈদ: টাঙ্গাইলের ভূঞাপুরে জরুরী রোগীবাহী এ্যাম্বুলেন্সের ভিডিও ধারণকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন আহমেদ কর্তৃক আনন্দ টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি আল আমিন শোভনের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টাসহ শারীরিকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিককে লাঞ্চিত করার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ভূঞাপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, সম্পাদক আবদুর রাজ্জাক, ভূঞাপুর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবদুল মজিদ মিঞা, ৯নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, প্রেসক্লাবের সহ সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাংবাদকি আতাউর রহমান তালুকদার মিন্টু, সৈয়দ মাসুদুল হক টুকু, ঘাটাইল প্রেসক্লাবের সদস্য গোলাম মোস্তফা ও আবু শোয়েব ডন। মানববন্ধনে বক্তারা ভূঞাপুর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মহিউদ্দিন আহমেদকে ভূঞাপুর থেকে দূত অপসারণের দাবি জানান।উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বিকেলে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নির্বাচনী সহিংসতায় আহত রোগীরা চিকিৎসা নিতে আসেন। এমন তথ্যমতে সাংবাদিক আল আমিন শোভন তার পেশাগত দ্বায়িত্ব পালনে ওই হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করেন। পরে মূমূর্ষ একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজে প্রেরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। সে সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন আহমেদ মূমূর্ষ ওই রোগীর সাথে একই এ্যাম্বুলেন্সে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা করে। পরে মূমূর্ষ ওই রোগীকে এ্যাম্বুলেন্সে উঠানোর ভিডিও করতে গেলো ডা. মহীউদ্দিন সাংবাদিক শোভনের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ক্যামেরা ছিনিয়ে নিতে ব্যর্থ হলে তাকে প্রকাশ্যে জনসম্মুখে শারীরিকভাবে লাঞ্চিত সহ অকথ্য ভাষায় গালাগালি করেন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন ভূঞাপুর থানায় পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর জনতা ব্যাংক থেকে দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন …

Leave a Reply

Your email address will not be published.