নিজস্ব প্রতিবেদক : ভূঞাপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাসরিন পারভীন। মঙ্গলবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন।

সাংবাদিকরা তার নিয়মতান্ত্রিক কাজে সহযোগিতা করার আশ^াস দিয়ে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংবাদিক শাহআলম প্রামানিক, আখতার হোসেন খান, শফিকুল ইসলাম শাহীন, আতোয়ার রহমান মিন্টু, মিজানুর রহমান, সৈয়দ সরোয়ার সাদী রাজু, অভিজিত ঘোষ, সিরাজুল ইসলাম কিসলু, আব্দুল আলীম আকন্দ, কামাল হোসেন, জুলিযা পারভেজ, ইবরাহীম ভূইয়া প্রমূখ। নবাগত ইউএনও সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে তার কাজকে গতিশীল করার জন্য সহযোগিতা কামনা করেন।