ভূঞাপুরে সাংবাদিকের পিতার ইন্তেকাল

লোকাল নিউজ ডেস্ক: আরটিভির যুগ্ম বার্তা সম্পাদক তাবিবুর রহমার তালুকদার ও টাঙ্গাইল জেলা শাখা ও টাঙ্গাইল শহর শাখার ছাত্র শিবিরের সাবেক সভাপতি নূরুর রহমান তালুকদারের পিতা আব্দুল বাকী তালুকদার সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে ভূঞাপুর উপজেলার ঘাটান্দী গ্রামে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি দীর্ঘদিন যাবত স্বাসকষ্টজনিত রোগে ভূগছিলেন। মঙ্গলবার বাদ যোহর ভূঞাপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তাঁর জানাজায় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুল খালেক মন্ডল, টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদসহ শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অসংখ্য মানুষ । তিনি ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জামায়াতে ইসলামী বাংলাদেশ ভূঞাপুর উপজেলা শাখার আমির মো. আব্দুস ছালাম ও সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক ও সাংবাদিকদের মাতা-পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ভূঞাপুর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক ও সাংবাদিকদের প্রয়াত মাতা,পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল …

Leave a Reply

Your email address will not be published.