নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের ভূঞাপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

সোমবার (৩ মে) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে ২৬ জন গ্রাম পুলিশের বাইসাইকেল ও ২’শ ৮৩ জন পরিবহন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রতেক শ্রমিককে ১৫ কেজি করে চাল দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন-জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির, উপজেলা নির্বাহী অফিসার মোছা.ইশরাত জাহান, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।