ভূঞাপুরে সাইকেল ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি ছোট মনির

নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের ভূঞাপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। 

সোমবার (৩ মে) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে ২৬ জন গ্রাম পুলিশের বাইসাইকেল ও ২’শ ৮৩ জন পরিবহন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রতেক শ্রমিককে ১৫ কেজি করে চাল দেয়া হয়।    

এসময় উপস্থিত ছিলেন-জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির, উপজেলা নির্বাহী অফিসার মোছা.ইশরাত জাহান, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস …

Leave a Reply

Your email address will not be published.