নিজস্ব প্রতিবেদক ঃ ভূঞাপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদের স্মরণ সভা ও দোয়া মাহফিল শনিবার বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কবির তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শামছুল হক তালুকদার ছানু ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুর রাজ্জাক,সাবেক সভাপতি আব্দুল করিম ফালু,সাবেক সম্পাদক রেজাউল করিম মুজাফ্ফর,আসাদুল খান,আমির আলী,আলমগীর হোসেন,ডা. নজরুল ইসলাম,গোলাপ হোসেন,আঃ রশিদ,আঃ বারেক,কৃষক আব্দুল লতিফ প্রমুখ । দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা মুফতি শহিদুল ইসলাম। শেষে এক গণভোজের আয়োজন করা হয়।