নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে সেচ্ছাসেবী সংগঠন “নাগরিক ভূঞাপুর” এর উদ্যোগে স্থানীয় ইবরাহীম খাঁ সরকারি কলেজ চত্ত্বরসহ এর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে।

নাগরিক ভূঞাপুরের সভাপতি আল আমীন শোভনের সভাপতিত্বে বৃহষ্পতিবার (২৩ জুলাই) এ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের প্রিন্সিপাল বেনজির আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইবরাহীম খাঁ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের প্রধান আনোয়ার হোসেন তালুকদার।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হিটলার, সহসভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক কাজল, অর্থ সম্পাদক ইমরান খান লিটু, প্রচার ও দপ্তর সম্পাদক সোহেল খান, মহিলা বিষয়ক সম্পাদক তাপসী বসাক, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাজেদুল ইসলাম নাহিদ, কার্যকরী সদস্য খলিল তালুকদার, সৈয়দ মেহেদী হাসান, কবির খান, খন্দকার এনামুল হক, হারুন অর রশিদ প্রমুখ।