নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী বিধৌত দূর্গম চরাঞ্চলে ১০৭ নম্বর সোহরাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১৪ জন কমলমতি শিক্ষার্থীরা পাবে বিনামুল্যে স্কুলড্রেস।স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: সোহরাব আলীর নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে এ স্কুলড্রেস বিতরণ করা হয়।

বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারি) দুপুরে স্কুল মাঠে উম্মুক্ত মঞ্চে আয়োজিত স্কুল ড্রেস বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি অফিসার (ভূমি)তামান্না রহমান জ্যোতি।

অত্র বিদ্যালয়ের সভাপতি মো: সোহরাব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার এমজি মাহমুদ ইজদানি,সহকারি শিক্ষা অফিসার মো: মাহবুবুর রহমান ও মো:সাইফুল ইমলাম, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: আতোয়ার রহমান মিন্টু, ইউপি সচিব বিমল কান্তি প্রমূখ।এসময় স্কুলের শিক্ষক/শিক্ষিকা,ছাত্র/ছাতী,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনী বক্তব্যে বলেন,আমি চর এলাকায় থেকে মানুষ হয়েছি চরের মানুষের দু:খ্য কষ্ট আমি বুঝি, আর এজন্য আমি বাসা বাড়ি না করে স্কুল করেছি।অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন,আপনাদের ছেলে মেয়েদের প্রতি লক্ষ্য রাখবেন নিয়োমিত স্কুলে পাঠাবেন।আমি পোষাক পরিচ্ছেদ দেই সরকার বই দেয় আপনাদের দায়িত্ব শুধু ওদের স্কুলে পাঠানো। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারি শিক্ষক মনিরুজ্জামান মিঞা ও শাহ আলম সরকার।