লোকাল নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ভূঞাপুর যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে সোহরাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৯ সালের সমাপনী পরীক্ষায় অংশগহনকারিদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ উপলক্ষে উপজেলার রেহাই গাবসারা সোহরাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সোহরাব আলীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক আব্দুর রাজ্জাক মিয়া, গাবসারা ইউপি সাবেক চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন তালুকদার জিন্না, সাংবাদিক আতোয়ার রহমান, মো. মিজানুর রহমান, আব্দুল আলীম আকন্দ, ইব্রাহীম ভূইয়া, গাবসার ইউপি সচিব বিমল কান্তি দে প্রমুখ।

অনুষ্ঠানে ৩১জন পরীক্ষার্থীদের ফুলের মালা দিয়ে বরণসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উল্লেখ্য একাধারে দূ’বার ভূঞাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ বিদ্যুতসাহী নির্বাচিত হয়েছেন মো. সোহরাব আলী।