ভূঞাপুরে স্কাউটসের পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী উদ্বোধন

লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইল জেলাকে স্কাউটস জেলা হিসেবে ঘোষনার লক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনার অংশ হিসেবে শুক্রবার সকাল ১০ টায় ভূঞাপুরে স্কাউটসের পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী উদ্বোধন করা হয়।উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি ঝোটন চন্দ।এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস কমিশনার মো. মহিউদ্দীন, বলরামপুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ও উপজেলা স্কাউটসের সম্পাদক মো.আব্দুল হালিম খান, অর্জুনা মহসীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কোষাধ্যক্ষ কাজী জহুরুল,ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মো.আতোয়ার রহমান তালুকদার,ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক,প্রেসক্লাবের সাবেক সম্পাদক আব্দুল আলীম আকন্দ,সাংবাদিক ইব্রাহীম ভূইয়া প্রমুখ।এ পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচীতে ভূঞাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শতাধিক স্কাউটস ও গার্লস গাইড সদস্য অংশ গ্রহন করেন।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে বিলে মিলল বস্তাবন্দি মরদেহ

টাঙ্গাইলের ভূঞাপুরে বিল থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) …

Leave a Reply

Your email address will not be published.