লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইল জেলাকে স্কাউটস জেলা হিসেবে ঘোষনার লক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনার অংশ হিসেবে শুক্রবার সকাল ১০ টায় ভূঞাপুরে স্কাউটসের পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী উদ্বোধন করা হয়।উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি ঝোটন চন্দ।এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস কমিশনার মো. মহিউদ্দীন, বলরামপুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ও উপজেলা স্কাউটসের সম্পাদক মো.আব্দুল হালিম খান, অর্জুনা মহসীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কোষাধ্যক্ষ কাজী জহুরুল,ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মো.আতোয়ার রহমান তালুকদার,ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক,প্রেসক্লাবের সাবেক সম্পাদক আব্দুল আলীম আকন্দ,সাংবাদিক ইব্রাহীম ভূইয়া প্রমুখ।এ পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচীতে ভূঞাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শতাধিক স্কাউটস ও গার্লস গাইড সদস্য অংশ গ্রহন করেন।
এটাও চেক করতে পারেন
ভূঞাপুরে বিলে মিলল বস্তাবন্দি মরদেহ
টাঙ্গাইলের ভূঞাপুরে বিল থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) …