নিজস্ব প্রতিবেদক ঃ ভূঞাপুর উপজেলা স্কাউটের আয়োজনে রর্বাট ষ্টিফেনশন স্মিথ লর্ড ব্যাটেন পাওয়েলের জন্ম দিবস পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিপি দিবস উদযাপন করে উপজেলা স্কাউট। এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটও কাবদলের সদসসহ স্কাউট লিডাররা। উপজেলা অডিটোয়িামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, সভপতিত্ব্ করেন স্কাইট কমিশনার মোঃ মহীউদ্দিন, আলোচনায় অংশ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আলমগীর সরকার,স্কাউট সাধারণ সম্পাদক আব্দুল হালীম প্রমুখ।
এটাও চেক করতে পারেন
ভূঞাপুরে মুনিয়া হত্যা মামলার আসামি স্বামী মুস্তাক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল ভূঞাপুরে জান্নাতুল ফেরদৌস মুনিয়া (৩১) হ”ত্যা” মামলার আসামি স্বামী মুস্তাককে (৪৭)গ্রেফতার …