লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় করোনা সংক্রমণ রোধকল্পে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও পল্লী চিকিৎসকদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ মহি উদ্দিন আহমেদ প্রমূখ।