ভূঞাপুরে স্বাস্থ্য সুরক্ষা পরামর্শক কর্মশালা অনুষ্ঠিত

মো. নাসির উদ্দিন, ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) স্থানীয় অংশীজনদের সাথে মতবিনিময় ও পরামর্শক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে ভূঞাপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উদ্যোগে এ মতবিনিময় ও পরামর্শক কর্মশালা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের যুগ্ম সচিব মো. জিয়াউদ্দিন আল মামুন ও ড. মো. আখতারুজ্জামান, উপ-সচিব ড. মো. নুরুল আমিন, উপ-পরিচালক মাজহারুল ইসলাম ও ফাতেমা জোহরা, ফোকাল পারসন ডাঃ মো. রফিকুল ইসলাম ও ডাঃ সুব্রত পাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক মাসুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ: ছোবহান, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, সংবাদকর্মী, সকল ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস …

Leave a Reply

Your email address will not be published.