ভূঞাপুরে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা

ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বিএসসি ট্যুরস্ এন্ড ট্রাভেলসের উদ্যোগে হজ্জ যাত্রীদের নিয়ে দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুন) ভূঞাপুর বাজারের মীম শপিংমলের হলরুমে দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ কর্মশালায় আলহাজ্ব আ: রশিদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন আশুগঞ্জ সার কারখানা মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হোসাইন আহম্মেদ।আলোচনায় অংশ নেন ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শহিদুল ইসলাম ভূঞাপুরী, সিংগুরিয়া বাজার মসজিদের খতিব মাওলানা মো. ইদ্রিস আলী, বিএসসি ট্যুরস্ এন্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. সোলায়মান, আসাদুজ্জামান খান হাফিজিয়া মাদরাসার মুহ্তামিম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, হাফেজ মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ। উল্লেখ্য এ বছর বিএসসি ট্যুরস্ এন্ড ট্রাভেলসের এজেন্সী হতে ১৫৩ জন হজ্জব্রত পালন করতে যাবেন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস …

Leave a Reply

Your email address will not be published.