লোকাল নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে চলতি হজ্জ মোৗসুমের হাজিদের নিয়ে এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিএসসি ট্যুরস এ- টাষ্ট্রাভেলসের উদ্যেগে গতকাল শনিবার স্থানীয় উপজেলা অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
লোকেরপাড়া ও এস ফাযিল মাদরাসার অধ্যক্ষ বখতিয়ার খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আবদুল হালিম এডভোকেট। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন গোপালপুর ভূঞাপুরের সাবেক সাংসদ শামছুল হক তালুকদার ছানু, সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন¡, বিএসসি ট্যুরস্ এ- ট্রাভেলস্ এজেন্সির পরিচালক মো. সোলায়মান, ভূঞাপুর থানার কর্মকর্তা ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, ভূঞাপুর কেন্দ্রিয় জামে মসজিদের পেশ ইমাম মওলানা শহিদুল ইসলাম, উপজেলা মসজিদের ইমাম মওলানা আনিছুর রহমান প্রমুখ।