ভূঞাপুরে হাইড্রোলিক ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে রাস্তা পার হওয়ার সময় হাইড্রোলিক ট্রাকের ধাক্কায় মাহমুদ আলী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে উপজেলার চর অলোয়া গ্রামের মৃত আব্বাস আলী শেখের ছেলে।

বুধবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর সড়কের ছাব্বিাশা মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ ব্যক্তি ছাব্বিশা মাদরাসার সামনে রাস্তা পার হচ্ছিল। পথিমধ্যে গোবিন্দাসী থেকে ছেড়ে আসা বালুবাহী হাইড্রোলিক ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে লুটিয়ে পড়েন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ বিষয়টি ভূঞাপুর থানার এসআই সাইফুল ইসলাম জানান, স্থানীয়রা ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। পরে বৃদ্ধের মরদেহ থানায় নিয়ে আসা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে বৃদ্ধের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে যায়।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন ভূঞাপুর থানায় পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর জনতা ব্যাংক থেকে দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন …

Leave a Reply

Your email address will not be published.