নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাকৃতিক দুর্যোগের কারনে ক্ষয়-ক্ষতি পুষিয়ে নিতে ও গম,সরিষা,সূর্যমুখী,চিনাবাদাম,মসুর,খেসারী,টমেটো,মরিচ,বোরো ধান,ভূট্টা ও পেঁয়াজ ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি পূনর্বাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় ১০ হাজার ৫৬০ জন অধিক ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তনে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সহকারি কমিশনার(ভূমি) মো.আসলাম হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায় ২০২০-২১ রবি মৌসুমে উপজেলায় অধিক ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ৮ হাজার ৬০০ জনকে কৃষি পুনর্বাসনের আওতায় এবং ১ হাজার ৯৬০ জনকে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বিভিন্ন ধরনের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে।