লোকাল নিউজ ডেস্ক ঃ২০ দিনেও সন্ধান মেলেনি রহিমা খাতুনের। গত ১৬ নভেম্বর ভূঞাপুর বাজারে মার্কেটিং করতে গিয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজ রহিমা খাতুন (২০) ভূঞাপুর উপজেলার বামনহাটা গ্রামের আহাম্মদ আলী মল্লিকের মেয়ে।

রহিমার বাবা আহাম্মদ মল্লিক জানান, ভূঞাপুর বাজারে মার্কেটিং করার কথা বলে রহিমা ১৬ নভেম্বর সকালে বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর আর বাড়ি ফিরে আসেনি। তার স্বামী বিদেশ চাকরী করে এবং তার দুই বছরের একটি শিশু সন্তান রয়েছে। অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে ভ‚ঞাপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তার সন্ধানে পুলিশের একাধিক টিম কাজ করছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার সন্ধান করা হচ্ছে।