ভূঞাপুরে ২৫ শত চাষীর মধ্যে বীজ ও সার বিতরণ

SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES

লোকাল নিউজ ডেস্ক :টাঙ্গাইলের ভূঞাপুরে ২৪ অক্টোবর মঙ্গলবার ২৫শত ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে প্রনোদনা হিসেবে ভূট্ট্রা বীজ,চীনাবাদাম,সরিষা ও সার বিতরণ করা হয়েছে। ভূঞাপুর উপজেলা অডিটরিয়ামে কৃষি সম্পসারন অধিদপ্তর ও উপজেলা প্রসাশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল,হোসনে আরা বেবী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আঃ রাজ্জাক প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্পসারন কর্মকর্তা শেখ রাসেদুল হাসান। এ সময় প্রতি জন চাষিকে ০১ কেজি সরিষা বীজ, ০২ কেজি ভূট্ট্রা বীজ ২০ কেজি ডিএপি সার ১০ কেজি এমওপি সার মোট ২৫০০জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিকে প্রনোদনা হিসেবে বিতরণ করা হয়।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

শ্রাবণে বোরো ধান চাষে মেতে উঠেছে ভূঞাপুরের কৃষক

মোঃ আব্দুর রহীম মিঞা,ভূঞাপুর : শ্রাবণে বোরো ধান চাষে মেতে উঠেছে  টাঙ্গাইলের ভূঞাপুরের কৃষক । …

Leave a Reply

Your email address will not be published.