ভূঞাপুরে ২৫ হাজার মিটার কারেন্ট জাল ভস্মিভূত

নিজস্ব প্রতিবেদক:

ইলিশের ভরা প্রজনন মৌসুমে রবিবার দুপুর থেকে রাত ১০ টা পর্যন্ত টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ হাজার মিটার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস ও গোবিন্দাসী নৌ পুলিশ ফাঁড়ির আইসি এসআই মইনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। পরে জব্দকৃত জাল রাতেই উপজেলা পরিষদ চত্বরে ভস্মিভূত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ,ভূঞাপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক,সাবেক সভাপতি মো. মিজানুর রহমান প্রমুখ।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরের পেপার বিক্রতা সামছ আলম আর নেই

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর আলেয়া পেপার হাউজের মালিক ( পত্রিকা বিক্রেতা) সামছুল আলম আর …

Leave a Reply

Your email address will not be published.