লোকাল নিউজ ডেস্ক:
টাঙ্গাইলের ভূঞাপুরে ১ মাদক সেবী ও ১ কুখ্যাত চোর কে ২ বছর করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্যাট ঝোটন চন্দ বুধবার এ আদেশ দেন।
জানা যায়, উপজেলার ঘাটান্দি গ্রামের আব্দুল জলিল খাঁর ছেলে আব্দুস সাত্তার খাঁ (৩৬) কে অতিরিক্ত মাদক সেবন ও বাড়িতে নানা রকমের নির্যাতনের কারনে তার বাবার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে ২ বছরের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করে। অপর দিকে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বারান্দায় ঘুমিয়ে থাকা রংপুর থেকে ধান কাটতে আসা দিন মজুরদের বিছানাপত্র হাতিয়ে টাকা পয়সা ও মোবাইল চুরির সময় ফসলান্দী গ্রামের হোসেন আলীর ছেলে ফারুক (২৫) কে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমান আদালত তাকেও ২ বছরের কারাদন্ড দেয়। উল্লেখ্য উভয়ই একই অভিযোগে একাধিক বার কারা ভোগ করেছে।
এটাও চেক করতে পারেন
জামায়াতের আর্থিক সহায়তা পেলো ভূঞাপুরের শহিদ পলাশের পরিবার
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে …