নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ২ মাদকসেবিকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্প্রতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: নাছরনি পারভীন এ আদেশ দেন।

জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কষ্টাপাড়া গ্রামে মাদক সেবন করা অবস্থায় উপজেলার বাগবাড়ী গ্রামে নূরুল ইসলামের ছেলে বাবর আলী (৩৬) ও গোবিন্দাসী গ্রামের জুরান মন্ডলের ছেলে জমির মন্ডল (৩৬) কে আটক করে ভূঞাপুর থানা পুলিশ। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাদের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উভয়কে ১৫ দিনে বিনাশ্রম কারাদন্ড ও ৫শত টাকা করে জরিমানা করা হয়।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে মাদক সেবন অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত এদেরকে জেল ও জরিমান করে।